Facebook organic reach Bangladesh

 

ফেসবুকে অর্গানিক রিচ বাড়াবেন কিভাবে?

করিম সাহেবের ফেসবুকে অর্গানিক রিচ আগের মতো হচ্ছে না। করিম সাহেব এসব নিয়ে বেশ চিন্তিত। সে এখানে সেখানে ঘোরাঘুরি করে, শেষমেষ রহিম সাহেবের কাছে গেল। রহিম সাহেব তাকে বললেন, আপনার পেজ আপনি নিজে ধ্বংস করেছেন।  করিম সাহেব গেলেন ক্ষেপে। আমার পেজ, আমি ধ্বংস করেছি এসব কি কথা বলেন?

রহিম সাহেব বললেন  শান্ত হোন দাদা, আমি  ব্যাখ্যা করছি।  আপনি দিনের পর দিন শুধু প্রোডাক্ট পোস্ট করে গেছেন। ফেসবুকের নতুন অ্যালগরিদম হল কোন পেজে যদি হিউম্যান টাচ না থাকে সেটার অর্গানিক রিচ কমে যায়।

করিম সাহেব বললেন হিউম্যান টাচ সেটা আবার কি? হিউম্যান টাচ হলো পেইজে মানুষের অ্যাক্টিভিটি বাড়ানো।  যেমনঃ আপনার প্রোডাকশনের ছবি, ভিডিও,  পেজে আপলোড করা, আপনার কর্মীদের বিভিন্ন পোস্ট ট্যাগ করা ইত্যাদি।

অর্গানিক রিচ বাড়ানোর কিছু উপায় নিচে দেয়া হলঃ

১। আপনার কাজের জায়গার ছবি ফেসবুকে পোস্ট করুন। এতে মানুষের বিশ্বস্থতা বাড়ে এবং ফেসবুক অর্গানিক রিচ বাড়িয়ে দেয়।

২। আপনার ক্লায়েন্টদের প্রশ্ন করুন ।  একটি  সুন্দর গ্রাফিক্সের মাধ্যমে এ পোস্টটি করতে পারেন। মনে করুন আপনার শাড়ির ব্যবসা। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে, কোন শাড়িটি পছন্দ টাংগাইল নাকি জামদানী।

৩। আপনার প্রতিষ্ঠানের কর্মীদের পরিচিতি পোস্ট করুন।  আপনার নিজের ছবি দিয়ে শুরু করুন।  একটি সুন্দর গ্রাফিক্স করে আপনার নাম ডেজিগনেশন দিয়ে পোস্ট করুন।

৪। কাস্টমারের ইন্টারভিউ ভিডিও পোস্ট করুন।  মনে রাখবেন, ফেসবুকে আপনি যদি তিন মিনিটের অধিক, এরকম ভিডিও পোস্ট করেন, তাহলে এটার রিচ অনেকগুণ বেড়ে যায়। ফেসবুক ভিডিওর মাধ্যমে আপনি খুব ভালো ফলাফল লাভ করবেন।  অন্যান্য ক্রেতারা যখন দেখবে, একজন ক্রেতা আপনার প্রোডাক্ট সম্বন্ধে ভালো বলছেন, তখন আপনার প্রোডাক্টের বিক্রি বাড়বে।

৫। ফেসবুকে ইভেন্ট  ক্রিয়েট করুন। যেমন আপনার কাপড়ের ব্যবসা হলে মাসে একদিন নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট দিয়ে, আপনি ইভেন্ট ক্রিয়েট করতে পারেন।  এতে আপনার অর্গানিক রিচ বৃদ্ধি পাবে।

৬।  ফেসবুক পেইজে প্রতিদিন স্টরি দিন।  ফেইসবুক স্টরির রিচ এখন অনেক বেশি।

৭।  মোটিভেশনাল কোটস পোস্ট করুন মাসে অন্তত একবার।

৮। “কাস্টমার অফ দা মান্থ” নির্বাচন করুন।  এবং এই সংক্রান্ত সুন্দর গ্রাফিক্স করে পোস্ট করুন। এবং “কাস্টমার অফ দা মান্থ” এর জন্য ছোট্ট পুরস্কার নির্ধারিত করুন।

৯। আপনার প্রোডাক্টের বর্ণনা দিয়ে ভিডিও বানিয়ে সেটা পোস্ট করুন।  মনে রাখবেন ভিডিওটি যেনো তিন মিনিটের অধিক হয়।

১০। আপনার পেজের রিভিউ সেকশনের কেউ ভালো রিভিউ করেছে,  সেটা সুন্দর গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে উপস্থাপন করে পোস্ট করুন।

১১। পেজ থেকে সপ্তাহে অন্তত একবার লাইভ করার চেষ্টা করুন।  নিয়মিত ফেসবুক লাইভ করলে, ফেইসবুক পেইজের অর্গানিক রিচ বাড়িয়ে দেয়।

আপনার একেকটি কনটেন্ট ই  হলো, আপনার ব্রান্ডিং । যার ফলাফল আপনি আজীবন ভোগ করবেন । তাই, ফেসবক পেজটিকে আরো বেশি সক্রিয় রাখুন।

আজকে এই পর্যন্ত।  এ বিষয়ে আপনার কোনো পরামর্শ, মন্তব্য বা প্রশ্ন থাকলে মন্তব্য আকারে দেয়ার অনুরোধ রইল।

No comments

Powered by Blogger.